নাসিরনগর সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের গাজী সৈয়দ আক্তারুল হোছাইনী (রহঃ) এর বার্ষিক পবিত্র ওরশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
ওরশের শুরুতে রওজায় গিলাফ ছড়ানো ও গোসল করানো হয়। বিকেলে দরবার শরীফে ভক্তদের মানতের পশু জবাই করা হয়। এর পূর্বে জিকির আসকার,মিলাদ মাহফিল ও দেশ বরেণ্য উলামায়ে কেরামগন বয়ান পেশ করেন।
প্রতি বছরের ন্যায় এবারও দেশের বিভিন্ন স্থান থেকে জাতি,ধর্ম,বর্ণ নির্বিশেষে উক্ত ওরসে অংশগ্রহন করেন। শনিবার দিবাগত রাত ১টা ১ মিনিটে আখেরী মোনাজাতের মধ্য দিয়েই পবিত্র ওরশ শেষ হয়।
মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদ্দীনিশিন ও উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল-হোসাইন(ফয়েজ চিশতী)। মোনাজাতে বিশ্বের সকল উম্মাহর জন্য দোয়া করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, মাধবপুর সাবেক উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম,ফতেহগাজী দরবার শরীফের খাদেম শাহজাহান শাহ,উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুসহ আগত ভক্তগন মোনাজাতে অংশগ্রহন করেন।