এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. আব্দুল হাকিম।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা আক্তারের পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচীতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ ৬০ জন অংশ গ্রহণ করেন। পরে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।