স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২২টি ব্রীজ ও কালভার্ট নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম প্রধান অতিথি হিসেবে এসব ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী, উপজেলা ভাইস চেয়ারম্যান ফয়েজ চিশতি, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে উপজেলার গুনিয়াউক ইউনিয়নে, ৬০ লাখ টাকা ব্যয়ে গোকর্ণ ইউনিয়নে, ৫৩ লাখ টাকা ব্যয়ে কুন্ডা ইউনিয়নে, ৬১ লাখ টাকা ব্যয়ে চাপরতলা ইউনিয়নে, ৫২ লাখ টাকা ব্যয়ে উপজেলার সদর ইউনিয়নে, ২১ লাখ টাকা ব্যয়ে বুড়িশ্বর ইউনিয়নে, ৪৮ লাখ টাকা ব্যয়ে হরিপুর ইউনিয়নে, ৬০ লাখ টাকা ব্যয়ে ধরমন্ডল ইউনিয়নে, ১৪ লাখ টাকা ব্যয়ে ফান্দাউক ইউনিয়নে এসব ব্রীজ ও কালভার্ট নির্মান করা হবে।