নাসিরনগর প্রতিনিধি:
সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেছেন জননেত্রী শেখ হাসিনার সরকার মহিলাদের ক্ষমতায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গরীব,দুস্থঃ মহিলাদের আত্ম-সামাজিক উন্নয়নে আশ্রয়ণ প্রকল্প,বয়স্ক ও বিধবা ভাতা,মাতৃকালীন ভাতা,প্রতিবন্ধিসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে বাস্তবায়ন করছেন। এসব প্রকল্প বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনগনকে অবহিত করতে হবে।
আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ গ্রামে নারীদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন তথ্য আপাঃ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প(২য় পর্যায়)এর আওতায় এবং নাসিরনগর উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
স্থানীয় হরিদাসি উইমেন এন্ড চাইল্ড কেয়ার নিউট্রিশন কেন্দ্রের চত্বরে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অধ্যাপক মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত আসনের এমপি উম্মে ফাতেমা নাজমা,নাহিদা ইজাহার খাঁন এমপি,গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি,উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, জাতীয় মহিলা সংস্থার নিবার্হী পরিচালক অতিরিক্ত সচিব কাজল ইসলাম,উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,বিশিষ্ট সমাজ সেবী ড. মারুফা খাঁন ।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব মীনা পারভীন। উঠান বৈঠকে গোর্কণ ইউনিয়নের বিভিন্ন গ্রামের শতাধিক নারী অংশ নেন।