নাসিরনগর সংবাদদাতা ॥
উপজেলা সম্মেলনকে সামনে রেখে উপজেলা আওয়ামী যুবলীগেরর উদ্যোগে উপজেলার ১৩টি ইউনিয়ন পৃথক পৃথকভাবে বিশেষ কর্মী সভা সম্পন্ন হয়েছে। আজ সোমবার শেষ দিন বিকালে গোর্কণ ইউনিয়ন যুবলীগের আয়োজনে চৈয়ারকুড়ি বাজার প্রাঙ্গণে বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়। গোর্কণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেলায়েত,স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল,আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল,বিদ্যু কান্তি দেব, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রেজা চৌধুরী,উপজেলা যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়া,হাকিম রেজা,মহিদুজ্জামান টিটু, প্রভাষক নির্মল চৌধুরী,নজরুল ইসলাম,ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, লিটন দেবনাথ,এজেড ইমাম রেজা। সভায় ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক রিয়াজুল ইসলাম বকুল,ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক প্রভাষক ইমরান হাই জাবেদ,যুবলীগ নেতা জহির খানসহ ইউনিয়ন ও ওর্য়াড যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ বির্নিমানে জননেত্রী শেখ হাসিনা পথদ্রষ্টা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্ব শান্তির দর্শণ“জনগনের ক্ষমতায়ন”কে সুদৃঢ় ও সুসংহত করার দৃঢ় অঙ্গীকার নিয়ে জাতির পিতার আদর্শের পতাকাবাহী যুব সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগ গৌরব ও ঐতিহ্যের সাথে কাজ করে যাচ্ছে। উপজেলাসহ সকল ইউনিয়নে যুবলীগকে আরো শক্তিশালী করতে হবে।
উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব জানান,মাননীয় সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের নির্দেশক্রমে উপজেলার ১৩টি ইউনিয়নের বিশেষ কর্মী সভা সম্পন্ন করা হয়েছে।