নাসিরনগর প্রতিনিধি:
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ডাকা প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের দাবি আদায়ের জন্য দেশের সব প্রাথমিক শিক্ষক গত ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে গিয়ে পুলিশের হামলার শিকার হয়।
শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সকল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষক ১০ মিনিট ক্লাস বর্জন করে মুখে কালো কাপড় বেধেঁ প্রতিবাদ কর্মসূচী পালন করেন।
স্ব বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষকরা কর্মসূচী পালনকালে জানান,গত ২৩ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে শিক্ষকদের ওপর যে বর্বরোচিত হামলা হয়েছে,সেই হামলায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তির দাবিতে সারাদেশের মত নাসিরনগরে শিক্ষকরাও এই প্রতিবাদ কর্মসূচী পালন করেন।