স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর বাজারে সরকারি খাস জায়গা দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তারের উপস্থিতিতে সোমবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
জানা যায় দীর্ঘদিন ধরে গোয়ালনগর বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ করা হয়। স্থানীয়দের অভিযোগের পেক্ষিতে গতকাল সোমবার সকালে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তারের নেতৃত্বে বাজারে অভিযান পরিচালিত হয়। এ সময় একটি বিল্ডিংসহ ৩টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাহমিনা আক্তার জানান দীর্ঘ ২০ বছর ধরে কতিপয় ব্যক্তি সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ৩টি দোকান ঘর নির্মান করেন। তাদেরকে কয়েকদফা অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার কথা বলা হলেও এরা কর্ণপাত করেনি। তাই তাদের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খাস জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে ।