এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শারদীয়া দূর্গা পূজা সুষ্ঠভাবে উদযাপনে ১৪৭টি পূজামন্ডপে সরকারি অনুদান হিসেবে সাড়ে ৭৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলা নিবার্হী কর্মকর্তা আজগর আলীর সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিচালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর রহমান ও মুক্তিযোদ্ধা হাজ্বী আবদুল বাকী।অনুষ্ঠানে প্রতি পূজামন্ডপে ৫০০ কেজি করে চাউল দেয়া হয়। এসময় সকল পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল ধর্মের মানুষ যাতে সুষ্ঠ ও সুন্দরভাবে যার যার ধর্ম ও উৎসব পালন করতে পারে সে লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। তাই আসন্ন দূর্গা উৎসব যাতে সুষ্ঠভাবেপালন করতে পারে সেদিকে প্রশাসনের পাশাপাশি সকলকে খেয়াল রাখতে হবে।