এনবি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষনা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের আওতায় দিনব্যাপী “কৃষক প্রশিক্ষন” বুধবার অনুষ্ঠিত হয়।
অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোহাম্মদ আবু নাছের।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিছুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চিন্ময় করের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া। দিনব্যাপী প্রশিক্ষনে ৬০ জন কৃষক-কৃষানি অংশগ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে ভিয়েতনাম থেকে আনা উন্নত জাতের নারিকেল চারা বিতরণ করা হয়।