নাসিরনগর প্রতিনিধি,
নাসিরনগর উপজেলার আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদার উপর হামলাকারী রুমান আলীকে গ্রেফতার করেছে নাসিরনগর থানা পুলিশ।
সোমবার রাতে তাকে বুড়িশ্বর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ২০ আগষ্ট সকালে বুড়িম্বর গ্রামের প্রধান শিক্ষক নাজমুল হুদা বিদ্যালয়ে যাওয়ার পথে বুড়িশ্বর সরকারি বিদ্যালয় পাশে রুমান আলীসহ কয়েকজন যুবক হামলা চালায়।পরে ওই শিক্ষককে আহতবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত নাজমুল বুড়িশ্বর গ্রামের মৃত নুরুল হুদা মাষ্টারের ছেলে।
এ ঘটনায় জড়িত বুড়িশ্বর গ্রামের রমজান আলীর ছেলে রুমান মিয়া(২৮)কে পুলিশ গ্রেফতার করেছে। এ বিষয়ে প্রধান শিক্ষক নাজমুল বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে।মামলার প্রেক্ষিতে হামলাকারী মূলহোতা রুমান মিয়াকে গ্রেফতার করে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আদালতে প্রেরণ করা হয়েছে।