নাসিরনগর প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে নাসিরনগর-লাখাই সড়কের ফান্দাউক-বুড়িশ্বরের মধ্যবর্তী স্থানে রাস্তায় ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলা সদরের পশ্চিম পাড়ার মোঃ জলিল-(২৪), উপজেলার চাপরতলা গ্রামের সোহেল মিয়া-(২৫) ও সাঈদ মিয়া-(২৩)।
এসময় তাদের কাছ থেকে ছোরাসহ ডাকাতির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নাসিরনগর থানার পরিদর্শক (ওসি) মোঃ সাজেদুর রহমান জানান ১০/১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।