নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) আওতাধীন সুফলভোগী সমবায়ীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা নাছরিন।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কমল চন্দ্র বনিকের পরিচালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুদ রানা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মনছুর আহমেদ। দুই দিনব্যাপী কর্মশালায় ৪০ জন সভাপতি ও ম্যানেজার অংশগ্রহন করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ সাইফুল ইসলাম বলেন, সাফল্য অর্জন করতে হলে নিজ নিজ দক্ষতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে। কোন কাজকে ছোট করে দেখবেন না। তাহলে অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে পল্লী উন্নয়ন বোর্ড অসাধারণ ভূমিকা রাখছেন। সাধারণ মানুষের কর্মদক্ষতা বাড়াতে প্রশিক্ষণ ও ঋণ সহায়তার মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করছে। তাছাড়া সমবায় নিবন্ধিত বিভিন্ন সমিতি ও দলের মাধ্যমে জনসাধারণকে একত্রিত করে দক্ষ জনশক্তি উন্নয়ন আমরা প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে থাকি।