Advertisement

বিজয়নগর ও নাসিরনগরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬৩।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় মেসার্স এলআরবি ব্রিকস ও মেসার্স শিহাব ব্রিকস নামক দুই ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ জেলার বিজয়নগর উপজেলার মেসার্স এলআরবি ব্রিকসকে ৫ লাখ ও নাসিরনগর উপজেলার মেসার্স শিহাব ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করেন।

বিসল চক্রবর্তী জানান, মঙ্গলবার বিকেলে বিজয়নগর ও নাসিরনগর উপজেলায় বিভিন্ন ইট ভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিজয়নগর উপজেলার মেসার্স এলআরবি ব্রিকস অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে ৫ লাখ টাকা ও নাসিরনগরর উপজেলার মেসার্স শিহাব ব্রিকস ও অবৈধ ভাবে ইট প্রস্তুত করার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আরো ৪ টি ইটভাটার মালিককে সরকারি আইন মেনে ইট ভাটা পরিচালার বিষয়ে সতর্ক করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী উপস্থিত ছিলেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com