স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সাংসদ বিশিষ্ট আইনজীবী শাহ জিকরুল আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাতে তিনি গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে ১০টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১বছর। তিনি স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খোঁজ নিয়ে জানাযায়, আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ২০২২-২০২৫ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদের সাধারণ আসনে প্রার্থী হয়েছেন শাহ জিকরুল আহমেদ। সমগ্র বাংলাদেশের ৬৪ জেলার আইনজীবী বার সমিতি সহ মোট ৮৩টি বার সমিতিতে স্থাপিত ভোট কেন্দ্রে আগামী ২৫ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
শাহ জিকরুল আহমেদ শনিবার মানিকগঞ্জ থেকে নির্বাচনি প্রচারণা শুরু করে ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জায়গায় সভা করে রাতে গোপালগঞ্জে ফেরেন। গোপালগঞ্জ বার সমিতি অফিসে নির্বাচনি সভা চলছিল। অ্যাডভোকেট শাহ জিকরুল আহমেদ বক্তব্য শেষ করে চেয়ারের বসার পরে হৃদরোগে আক্রান্ত হন।
পরে তাকে গোপালগঞ্জ গোপালগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে রবিবার বেলা ১১ টায় নবীনগর পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এতে পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন। এছাড়ও বাদ আছর ঢাকা বার কাউন্সিলে ২য় এবং সোমবার সকাল ১১ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তৃতীয় নামাজে জানাযাশেষে বনানী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।