Advertisement

মাহবুবুল আলমের নামে সেতু নামকরনের দাবিতে মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫৯৮।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর উপর নির্মাণাধীন নবীনগর-মনতুলি-সিতারামপুর সেতুটি “ মাহবুবুল আলম সেতু” নামকরনের দাবিতে  মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার দুপুরে সচেতন নাগরিক সমাজ নবীনগর ও মাহবুবুল আলম স্মৃতি সংসদের যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নবীনগর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও মাহবুবুল আলম স্মৃতি সংসদের সভাপতি হাজী মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন লায়ন ফিরোজুর রহমান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজল, কবি এস.এম মাসুদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া দুলাল, সহ-সভাপতি আবদুল খালেক, আওয়ামীলীগ নেতা আবু কালাম মেম্বার, সিরাজ মেম্বার, রমজান আলী, ইয়ামিন মিয়া, কুদ্দুস মিয়া, মাহবুবুল আলম স্মৃতি সংসদের সহ-সভাপতি এম. নূরুল আলম সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রয়াত জননেতা মাহবুবুল আলম মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়ার কারনে পাকিস্তানী বাহিনী আগুন দিয়ে তাঁর বাড়িঘর পুড়িয়ে দিয়েছিলো। তিনি নবীনগর উপজেলা আওয়ামীলীগকে সু-সংগঠিত করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছেন। তিনি পর্যায়ক্রমে নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার সারাদেশে আওয়ামীলীগের প্রয়াত নেতাদের নামে বিভিন্ন স্থাপনার নামকরন করছেন। এরই ধারাবাহিকতায় নবীনগর তিতাস নদীতে নির্মাণাধীন নবীনগর-মনতুলি-সিতারামপুর সেতুটি “ মাহবুবুল আলম সেতু” নামকরনের দাবি জানান তারা।

এ ব্যাপারে মাহবুবুল আলম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এম.নাঈমুর রহমান বলেন, নির্মানাধীন সেতুটির নামকরনের ব্যাপারে মাহবুবুল আলম স্মৃতি সংসদের উদ্যোগে ২০১৯ সালের ২১ অক্টোবর প্রথমে আবেদন করা হয়। পরবর্তীতে চলতি বছরের ১১ জুন মাহবুবুল আলমের ১৩তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি ও স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র তুলে দেয়া হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে এবাদুল করিম বুলবুল এমপি সেতুটির নাম মাহবুবুল আলমের নামে করার প্রতিশ্রুতি দেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com