Advertisement

নবীনগরে ১৬ কেজি গাঁজা ও ২ নারীসহ গ্রেফতার ৪

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬৩০।

নবীনগর প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৬ কেজি গাঁজা ও দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর থেকে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন- পাশ্ববর্তী কসবা উপজেলার ধজনগর গ্রামের সালাম মিয়ার ছেলে ছানাউল মিয়া (২৬), চৌবেপুর গ্রামের শামছু মিয়ার ছেলে সালমান মিয়া (১৯) ও একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে শান্তা আক্তার (২৪) ও সাথী আক্তার (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা আহাম্মদপুর গ্রাম দিয়ে অন্যত্র গাঁজা’র চালান নিয়ে যাচ্ছিল। যাবার পথে সন্দেহজনকভাবে তাদের আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের গাঁজাসহ গ্রেফতার করে।

এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ ( ওসি) আমিনুর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের কে গাঁজাসহ পুলিশ গ্রেফতার করেন। পরে তাদের কে তাল্লাশি করে ১৬ কেজি গাঁজার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক আইনে মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ওসি জানান।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com