স্টাফ রিপোর্টার:
আগামীকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার নির্বাচন। ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত নবীনগর পৌর সভার এটি দ্বিতীয় নির্বাচন।
নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন, ৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৩জন এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮জন প্রার্থী। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের সকল প্রস্ততি স¤পন্ন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন ভোটাররা। পৌর নির্বাচনে মোট ভোটার ৩৬ হাজার ৩৬৪ জন।
এদিকে নবীনগর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে শনিবার নবীনগরে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে ।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহাবুব শফিকুল আলমের নেতৃত্বে গতকাল সকাল ৭টায় নির্বাচনী এলাকায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। বিজিবির ২৫ ব্যাটালিয়নের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বিজিবির সদস্যরা আইন-শৃংখলা রক্ষার্থে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।