নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধারাভাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৭টি কার্তুজ এবং ২টি দা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী জেলার অলীপুর গ্রামের মোঃ আরমান-(৪২), একই গ্রামের কাজী তারেক-(৩৪), আমজাদ হোসেন-(২৭), সাজ্জাদ মনা-(২২), আশরাফুল ইসলাম হিমেল-(২০) ও আবু সাঈদ- (২৭)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে ধারাভাঙ্গা গ্রামের বালু মহালে অভিযান চালিয়ে বালু মহালের সামনে থেকে একটি ইঞ্জিনচালিত স্পীড বোটসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে তল্লাশী করে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৭টি কার্তুজ এবং ২টি দা উদ্ধার করা হয়।
তিনি বলেন, বালু মহালসহ এলাকার বিভিন্ন বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে তারা সংঘবদ্ধ হয়েছিলো। তাদের বিরুদ্ধে একটি ডাকাতি প্রস্তুতি মামলা ও একটি অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।