Advertisement

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০ টি আসনে জয়লাভ করবে – ব্যারিস্টার রুমিন ফারহানা

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৬৭।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীরগর উপজেলার বড়িকান্দি গণি শাহ্ মাজার প্রাঙ্গণণে বড়িকান্দি ও ছলিমগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনে গত নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন প্রমুখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে রুমিন ফারহানা বলেন, জুলাই আগষ্ট মাসের অভ্যুত্থান আকষ্মিক ভাবে ঘটেনায়। এর সাথে অনেক দুঃসহ স্মৃতি জড়িত। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ২৫০ টি আসনে জয়লাভ করবে উল্লেখ করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবী জানান।

হাসিনা ও তার ল্যাসপেন্সার এখনো তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, যে আত্মত্যাগের বিনিমযে আমরা হাসিনাকে দেশ ছাড়া করেছি সেই আত্মত্যাগ যাতে গুটি কয়েক কমিটিবাজের কারনে ম্লান হয়ে না যায়। তিনি আরো বলেন, সংস্কারের প্রয়োজন আছে তবে তা সবচেয়ে ন্যায্যতা পায় যদি তা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com