নিউজ ডেস্ক,
ব্রা্হ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে নয় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) রাত দশটায় উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কান্দি (রেজতপুর) গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত শিশুর নাম সাইমা মম। সাইমা নবীনগর উপজেলা শ্রীরামপুর ইউনিয়নের কান্দি (রেজতপুর) গ্রামের নাসিরুদ্দিন স্বপনের মেয়ে।
সাইমার বড় ভাই ইমন শাহরিয়ার জানান, নিজ বসত ঘরে সাইমা রাতের খাবার খেয়ে পানি খাওয়ার জন্য পাশের রুমে গেলে সেখানে থাকা একটি সাপ তার পায়ে কামড়ে দেয়। এ সময় সে কান্নাকাটি শুরু করলে আমরা ছুটে আসি। সেখান থেকে সাপে কেটেছে বুঝতে পেরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে সাপের ভ্যাকসিন এন্টিভেনম না থাকায় চিকিৎসকরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কুমিল্লা নেওয়ার পর চিকিৎসারত অবস্থায় ভোর সাড়ে চারটায় সাইমার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ রাসমিত করিম বলেন, রাত দশটার দিকে শিশুটিকে নিয়ে আসা হয়। আমাদের এখানে সাপে কামড়ের ভ্যাকসিন এন্টিভেনম না থাকায় এ সময় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।