নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবা ট্যাবলেট ভাগ-ভাটোয়ারা করার সময় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬আগস্ট) বিকেলে পৌর এলাকার মান্নান মেকারের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৪১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪৯ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়ার শরীফুল ইসলাম, একই এলাকার মামুন মিয়া ও বাবু।
পুলিশ জানায়, সোমবার বিকেলে নবীনগর পৌর এলাকার মান্নান মেকারের বাড়ির ভাড়াটিয়া বাবু তার ঘরে বসে কয়েকজন ইয়াবা ট্যাবেলেট ব্যবসায়ীর কাছে ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য ভাগ করে দেয়ার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। পরে সেখান থেকে ৪১৬ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪৯ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।