Advertisement

নবীনগরে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুনের অভিযোগ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৭৪।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পাওনা টাকা নিয়ে এক যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৯ আগস্ট) সকালে গ্রামের পার্শবর্তী মেঘনা নদীর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত ব্যাক্তির নাম সুশান্ত সরকার (৩০)। সে শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের নিতাই সরকারের ছেলে।

নিহতের পরিবার জানায়, নাসিরাবাদ গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নিতাই সরকারের ছেলে সুশান্ত সরকারের সঙ্গে একই গ্রামরে তাহের মিয়ার ছেলে আশকি মিয়ার বন্ধুত্ব ছিলো। সম্প্রতি সুশান্ত আশিকের কাছ থেকে মোটর সাইকেল বিক্রীর ৩০ হাজার টাকা পাওনা ছিলো। বিষয়টি নিয়ে আশিক প্রায়ই সুশান্তকে হুমকী দিত। রবিবার রাতে আশিক সুশান্তকে টাকা দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে আর বাড়ি ফিরেনি। সকালে মেঘনা নদীর পাড়ে সুশান্তের মরদেহ পাওয়া যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) আফজাল হোসনে বলনে, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের মাথায় ও চোয়ালে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com