নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় খারঘর গনহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের খারঘর গ্রামে গণকবরের পাশে এ গণহত্যা দিবস পালিত হয়।
এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডার, ইউনিয়ন আওয়ামী লীগসহ এলাকার সর্বস্তরের মানুষ গণকবরে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর ফরহান শামীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী ভূমি অফিসার মাহমুদা জাহান, খারঘর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ জীবন, বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান, পাশাপাশি গণকবরের অবকাঠামো উন্নয়নে সব ধরনের সহযোগিতা করার কথা জানান।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের পাগলী নদী তীরবর্তী খারঘর গ্রামে পাক বাহিনীর বর্বর হামলায় ৪৩ জন নারী-পুরুষ নিহত হয়।