এনবি সংবাদ:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কসবা উপজেলা সদর পুরাতন বাজারস্থ জনতা শপিং টাওয়ার মাকের্টের নিচ তলায় গ্রামীণফোন সেন্টার শুভ উদ্বোন করা হয়েছে।
গ্রামীণফোন সেন্টারের প্রোপাইটর আলাউদ্দিনের সভাপতিত্বে সেন্টার উদ্বোধন করেন গ্রামীণফোনের সার্ভিস বিজনেস শাউন আজাদ।
এই সময় কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,গ্রামীণফোনের সার্কেল লিডার মোক্তাদির রহমান,রেয়াজ আল ফারুক,আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
গ্রামীণ ফোন সেন্টার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। পরিশেষে বিশেষ মোনাজাত এবং কেক কাটা হয় ।