এনবি প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আজ (২৮মে) মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা প্রশাসন কতৃর্ক আয়োজিত নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মশালা উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন,কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন, কসবা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো:জাহাঙ্গীর হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকী,কসবা উপজেলা কৃষি অফিসার মাজিদুর রহমান প্রমুখ।
এছাড়া কসবা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ফায়ার সারর্ভিস, পুলিশ, টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, চিকিৎসক,পৌর কাউন্সিলর, শিক্ষক, শিক্ষিকা, মুক্তিযোদ্ধা, আনসার ভিডিপি, ইমাম, জনপ্রতিনিধি,কৃষি-মৎস্যজীবিসহ ব্যবসায়ী,নারী উদ্যোক্ততা প্রমুখ এই কর্মশালায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মতস্য কর্মকর্তা।
প্রধান অতিথি বলেন,২০৪১ সালে একটা উন্নয়ন বাংলাদেশ হবে।এবং আমাদেরকে সোনার বাংলা গড়ার অঙ্গিকার নিয়ে কাজ করতে হবে। সোনার বাংলাদেশ গড়ে সারা বিশ্ববাসীকে প্রমাণ করতে হবে বাংলাদেশ আসলেই সোনার বাংলাদেশ।