ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃহস্পতিবার দুপুরে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক সচেতনামূলক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলা সার্চ অর্গানাইজেশনের উদ্যোগে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কে.এম হুমায়ূন কবির।
সংগঠনের সভাপতি রাকিবুল হক রোমনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সালাউদ্দিন, কসবা থানার উপ- পুলিশ পরিদর্শক রুবেল মিয়া ও সাংবাদিক খ.ম. হারুনুর রশীদ ঢালী।
বক্তব্য রাখেন সাংবাদিক সোহরাব হোসেন, সজল আহাম্মদ খান, সার্চ সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলী হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সমাজে ইভটিজিং, মাদক, বাল্য বিবাহ, যৌতুক ও নারী নির্যাতন একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধি থেকে আজকের প্রজন্মকে রক্ষা করতে হলে সকলকে সচেতন হয়ে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।