Advertisement

আশুগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৮৪।

 

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলওয়ের জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত দুই শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ের ভ্রাম্যমান আদালত। সোমবার দিনব্যাপী আশুগঞ্জ রেলগেইট এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়

অভিযান পরিচালনাকালে রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এ.এম সালাহ উদ্দিন, ভূ-সম্পদ কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, বিভাগীয় কমার্শিয়াল কর্মকর্তা শওকত জামিল, আরএমভির প্রধান মোঃ জহির উদ্দিন, ডিইএফ আরিফুল ইসলাম, ডেপুটি কমিশনার মোঃ ওহিদুন নবী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার এ.এম সালাহ উদ্দিন জানান, আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে বিওসি ঘাট পর্যন্ত রেলওয়ের প্রায় ৩৭ একর ভূমি রয়েছে। যার মধ্যে ২৪ একর জায়গা স্থানীয়রা অবৈধভাবে দখল করে রেখেছেন।

দখলবাজরা ওইসব জায়গায় দোকানপাট, ঘরবাড়িসহ নানা স্থাপনা তৈরি করেছেন। ওইসব দখলকৃত জায়গা দখলমুক্ত করতে রেলওয়ের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। তিনি জানান, অভিযানে দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।

তিনি বলেন, অভিযানে প্রায় ৭ একর জায়গা দখলমুক্ত করা হয়। বাকি জায়গাগুলোও পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com