Advertisement

ব্রাহ্মণবাড়িয়ার যুদ্ধাহত মুক্তিযোদ্ধার নামে রাজধানীতে সড়ক

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০০৬।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়ার নামে রাজধানীর মিরপুরেএকটি সড়কের নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর সাত (৭) নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোবাশ্বের চৌধুরী এই সড়কের নামফলক উন্মোচন করেন। সড়কটি শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের তিন নম্বর গেট থেকে দুই নম্বর এভিনিউ-এর চিড়িয়াখানা রোড পর্যন্ত।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া সেনাবাহিনীর একজন সিপাহী ছিলেন। ১৯৭১ সালে তিনি ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ওই বছরের ২১ অক্টোবর ভোরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক সম্মুখযুদ্ধে তিনি মারাত্মকভাবে গুলিবিদ্ধ হন।

মাথাসহ তার শরীরে আঘাত হানে পাকিস্তানি সেনাদের ২৮ টি গুলি। এতে তার বামপায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়। তার সারা শরীর প্লাস্টারে আবৃত থাকে প্রায় আড়াই বছর। শরীরের বিভিন্ন অংশে লাগানো হয় কৃত্রিম পাত। বর্তমানে তিনি হুইল চেয়ারে চলাচল করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com