কসবা প্রতিনিধিঃ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, আওয়ামীলীগ নেতাদের নয়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হাত রক্তে রঞ্জিত। ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যে বলেন, রক্তে রঞ্জিত আওয়ামী লীগের হাত- ওনি ওনার হাতটা একটু দেখে নেন ওনার হাতে কত রক্ত লেগে আছে। তারপর ওনি অন্যের দোষ দিয়েন।
তিনি গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
এ সময় আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিলেন জিয়াউর রহমানরা। রক্তে রঞ্জিত জিয়াউর রহমানের হাত। বিএনপি প্রতিষ্ঠা করার পর ক্যু’র নাটক করে সেনাবাহিনী ও বিমানবাহিনীর পাঁচ-ছয় হাজার সৈন্যকে হত্যা করেছিল জিয়াউর রহমান। খালেদা জিয়া মুজাহিদ-নিজামীকে নিয়ে মন্ত্রীসভা করেছিলেন। ১৯৭১ সালে নিজামী-মুজাহিদ নৃশংস হত্যাকান্ড ঘটিয়েছিল। আগুন সন্ত্রাস করে মানুষকে হত্যা করেছিলেন খালেদা জিয়া। ২১ আগষ্ট গ্রেনেড দিয়ে মানুষ হত্যা মামলার আসামি তারেক জিয়া বলেও মন্তব্য করেন তিনি।
পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কায়সার ভূইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুল হক ভূইয়া, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রুহুল আমিন বকুল, কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।