স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রতিপক্ষের হামলায় মেহারী ইউনিয়ন পরিষদ সদস্য শওকত হোসেন জসিম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ সোমবার সকালে বিপুল সংখ্যক নারী পুরুষের অংশগ্রহনে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন নিহত শওকত হোসেন জসিমের স্ত্রী শিউলী আক্তার, মেয়ে জিদনী আক্তার, অধ্যক্ষ জাফরুল হোসেন তালুকদার, আবুল খায়ের মেম্বার প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, গত ৬ জুলাই স্থানীয় প্রভাবশালী জাকির হোসেন ও তার ভাই মোশারফ হোসেন মুর্শিদ পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে শওকত হোসেন জসিম মেম্বারকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার দীর্ঘদিন পার হলেও পুলিশ এখনো পর্যন্ত কেন প্রধান আসামীদের গ্রেফতার করছে না তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
বক্তারা অবিলম্বে হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। প্রসঙ্গত, গত ৬ জুলাই পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন শওকত হোসেন জসিম।
			
				
						
						
						
						
						
						
						
						
						
						
						
						