এনবি ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক পাচারকালে হাতে নাতে দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার দুপুরে মাদক প্রতিরোধ অভিযান পরিচালনাকালে কসবা থেকে ঢাকা যাওয়ার পথে কসবা পৌর এলাকার টি.আলী বাড়ি মোড় থেকে দুই মাদক ব্যবসায়ী মহিলাকে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে থানার পুলিশ।
কসবা উপজেলার বায়েক ইউপির মাদলা হইতে গাজাঁ পাচার করার উদ্দেশ্যে ঢাকা যাত্রা পথে কসবা থানার এএসআই মাসুদ পারভেজ সঙ্গিয় পুলিশ নিয়ে তাদেরকে টি আলী বাড়ি মোড় থেকে আটক করে। দুই মহিলার হাতে তিনটি ব্যাগে ৩ কেজি করে ৯কেজি গাঁজা ছিল।
আটককৃত দুই মহিলা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মাদলা গ্রামের দেলোয়ার হোসেন দুলালের স্ত্রী জুৎসনা বেগম (৪৫) অপর জন ঢাকার মিরপুরের মনা মিয়ার (রাজিব) স্ত্রী রুমানা বেগম (২৮)।
জব্দকৃত গাঁজার মূল্য ১লাখ ৩৫ হাজার টাকা বলে কসবা থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম সাংবাদিকদেরকে জানান। আটককৃত দুই মহিলা মাদক পাচারকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হইয়াছে।