স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সীমান্ত দিয়ে ১২জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর সদস্যরা।
বৃহস্পতিবার সকালে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ভারত-বাংলাদেশ ২০৫৩ নং পিলারের কাছে গৌরাঙ্গলা এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হয়।বর্তমানে রোহিঙ্গা সদস্যরা ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ অবস্থায় বাংলাদেশ সীমান্তে সর্তকবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক ৬০ বিজিবি’র একজন শীর্ষ কর্মকর্তা বলেন, বৃহস্পতিবার সকাল থেকে সীমান্তের ভারত-বাংলাদেশ ২০৫৩ নং পিলারের কাছে দুই দেশের শুণ্যরেখার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের গৌরাঙ্গলা এলাকা দিয়ে ১২জন রোহিঙ্গা নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ’র সদস্যরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্তে অবস্থান নেয়। পরে রোহিঙ্গা নাগরিকেরা দু’দেশের শুন্য রেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে দুইজন পুরুষ, ৫জন মহিলা এবং ৫ জন শিশু রয়েছে।
তিনি বলেন, ভারত-বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত কোন পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়নি।