নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল কসবা থানাধীন গোপীনাথপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার সাথে থাকা ১টি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
বুধবার (৮ জানুয়ারি) দুপুরে র্যাব-৯-এর সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতর নাম মোঃ জাহাংগীর আলম (৩৮)। জাহাংগীর জেলার আখাউড়া উপজেলার মসজিদ পাড়ার মৃত মোঃ সোনা মিয়ার ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত মোঃ জাহাংগীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও যে কোন ধরণের অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে ও মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।