নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ার কসবার সাবেক পৌর মেয়র কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ ও তার ভাই মোঃ জাহাঙ্গীর মিয়ার বিরুদ্ধে ভ‚মিদস্যু অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে সাঈদা সুলতানা (সুপ্রিয়া) নামে এক নারী। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে কসবা উপজেলার খাড়পাড়া গ্রামের মৃতঃ মোঃ সামছুল আলমের স্ত্রী।
তিনি লিখিত বক্তব্যে জানান, ২০১৮ সালে মারা যায় তার স্বামী। এক মেয়ে দুই ছেলেকে নিয়ে অহসায় অবস্থায় জীবনযাপন করছে। এমতো অবস্থায় কসবা পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইলিয়াছ ও তার ভাই মোঃ জাহাঙ্গীরের ভূমি দখলসহ নানা অত্যাচারে এলাকা ছাড়া হয়ে আছে।
তিনি আরো বলেন, দেশের সার্বিক পরিস্থিতি পরিবর্তনের পর আইনশৃঙ্খলা বাহিনী নমনীয়তার সুযোগে ইলিয়াস ও তার ভাই জাহাঙ্গীর আমার জায়গা জবর দখল করে রেখেছে। দখলের খবর পেয়ে সেখানে ছুটে গেলে ইলিয়াছ ও তার ভাই জাহাঙ্গীর বাহিনী আমার উপর চড়াও হয়ে আমাকে হত্যার হুমকি দেয়। এরপর থেকে আমি নিরাপত্তার অভাববোধ করছি। ২০১৪ সালে একটি দলিল মূলে আমি ও আমার সন্তানেরা স্বামীর নিটক হইতে প্রায় ৪ একর জমির মালিক হই। সম্প্রতি মাঃ ইলিয়াছ ও তার ভাই জাহাঙ্গীর দলবল নিয়ে ওয়ারিশ সূত্রে পাওয়া আমার একটি বাড়ি দখল করে নেয় এবং অবশিষ্ট বাড়িঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করে। আরো কিছু সম্পত্তি দখলের চেষ্টা করতেছে।