
নিউজ ডেস্ক,
ব্রাহ্মণবাড়িয়ায় কসবা সীমান্ত এলাকা থেকে ৪০ লাখ টাকা মূল্যের ভারতীয় পটকা উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার কাশিরামপুর এলাকায় ৬০ বিজিবির অভিযানে এসব পটকা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন ৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার।
তিনি জানান, অভিযানে এক লাখ ৯০ হাজার ৪০০ পিস ভারতীয় কোবরা বাজি উদ্ধার করা হয়। সীমান্ত এলাকার বাংলাদেশের ২৫ গজ ভেতরে অভিযান চালিয়ে এসব পটকা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। পটকাগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।