Advertisement

কসবায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ১০৭।

নিউজ ডেস্ক,

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ আগস্ট)  বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, পৌর এলাকার চড়নাল গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুম মিয়া (৯) ও উপজেলার আকছিনা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফাহিম মিয়া (১০)। দুই শিশু সম্পর্কে খালাতো ভাই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ধর্মপুর গ্রামে বাবা জিতু মিয়ার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলো দুই শিশুর মা বিলকিছ বেগম ও লিপি বেগম। শুক্রবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিলো মাসুম ও তার খালাতো ভাই ফাহিম। কোথাও খুঁজে না পেয়ে সন্দেহবশত বাড়ির পাশ্ববর্তী পুকুরে খোঁজতে নামে বাড়ির লোকজন। একপর্যায়ে পানির নীচ থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নানার বাড়িতে বেড়াতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com