স্টাফ রিপোর্টার:
আগামীকাল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনী সামগ্রী স্ব স্ব ভোটকেন্দ্রে পৌছে দেয়া হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা পরিষদ থেকে নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে পৌরসভার ১১ টি ভোটকেন্দ্রের জন্য ১১২ টি ভোটিং মেশিন স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের দায়িতে পাঠানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তার মধ্যদিয়ে এসব নির্বাচনী সামগ্রী কেন্দ্রগুলোতে পৌছে দেয়।
আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ জহুরুল আলম বলেন, একটি উৎসবমূখর নির্বাচন উপহার দিতে সবরকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, বিজিবিসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত আখাউড়া পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ২৮৯০৫। পুরুষ ভোটার ১৪২৩০ ও নারী ভোটার ১৪৬৭৫। ইভিএম পদ্ধতিতে আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে ৪জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।