স্টাফ রিপোর্টারনদী ও প্রাণ প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাতে নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে
১১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহবায়ক কমিটির বিষয়টি জানানো হয়।
এতে আহবায়ক কামরুজ্জামান খান টিটু এবং সদস্য সচিব সোহেল খান মনোনীত করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রফেসার মোশারফ হোসেন ভূঁইয়া, মনিরুল ইসলাম, আশরাফুল ইসলাম সুমন, রেজাউল হাসান সজীব তৌহিদুল ইসলাম, রুবেল পারভেজ, রাসেল আহমেদ, জয় সূত্রধর এবং শিপন কর্মকার ।
এই সময় জানানো হয় , নবগঠিত জেলা শাখার আহবায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের জন্য পূর্ণ দ্বায়িত্ব পালন করবেন।
নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস নবগঠিত নোঙর-ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আহবায়ক কমিটি সকলের প্রতি নোঙর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা প্রেরণ করেন।
এর আগে গত রবিবার (২ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্যাঙ্কেরপাড় অস্থায়ী কার্যালয়ে জেলা শাখার সকল সদস্যের উপস্থিতিতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা প্রস্তাব কেন্দ্রে কমিটিতে প্রেরণ করা হয়।