Advertisement

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গাছপালা ও ফসল ক্ষতিগ্রস্থ, ২ জনের মৃত্যু

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৪৪৬।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে জেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটিও উপড়ে পড়ার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক সড়কে গাছ পড়ে চলাচলে বিঘ্ন ঘটে।

এছাড়া ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে এক জনের মৃত্যুও হয়েছে। বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় সোমবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

পরে মঙ্গলবার সকাল থেকে পুণরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ঝড়ের কারণে জেলার চলতি আমন ধানসহ সবজির ক্ষতি হয়েছে।

কৃষি বিভাগ জানিয়েছে, জেলায় চলতি মওসুমে ৯৪৯ হেক্টর জমিতে শীতকালিন বিভিন্ন সবজির আবাদ হয়েছিল। সিত্রাং এর কারণে মাসকলাই, ফুলকপি, বাঁধাকপিসহ ৮৩ হেক্টর বিভিন্ন রকম শাকসবজির জমি আক্রান্ত হয়েছে। এছাড়াও চলতি আমন মওসুমে ৫৪ হাজার ৫শ ৬ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। সিত্রাং এর কারণে কোন কোন স্থানে জমির ধানি গাছ কিছুটা হেলে পড়েছে। এতে আমন উৎপাদনে কোন বিরুপ প্রভাব পড়বে না বলে তারা মনে করছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক শস্য মুন্সী তোফায়েল হোসেন জানান, আমন ফসল ঘরে তুলতে আরো দুই সপ্তাহ সময়ে লাগবে। তবে যেসব জমির ধান ৮০ ভাগ পেকেছে সেসব ধান কর্তনের জন্য বøক সুপারভাইজারদের মাধ্যমে কৃষকদের নির্দেশনা দেয়া হয়েছে। যেসব কৃষক ক্ষতিগ্রস্থ হবে প্রণোদনা পাওয়া গেলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সার্বিক সহযোগিতা করা হবে।

এদিকে জেলার কসবায় ঝড়ে সময় ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে জয়নাল আবেদীন ভুইয়া নামের এক ব্যক্তির মৃত্যু হয়। সোমবার গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ উল আলম জানান, রাতে প্রচন্ড ঝড়ের সময় ঘুমন্ত অবস্থায় থাকা জয়নাল আবেদীন ভুইয়ার ঘরের উপর গাছ ভেঙ্গে পড়ে। এতে চাপা পড়ে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সঞ্চালন লাইনে সংস্কার কাজের সময় খুঁটি থেকে পড়ে রিপন মিয়া (২৮) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বিটঘর ইউনিয়নের টিআরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি জেলার সরাইল উপজেলায়। সে নবীনগর শিবপুর জোনের পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান হিসাবে কাজ করতেন।

নবীনগর পল্লী বিদ্যুত সমিতির শিবপুর জোনাল অফিসের এজিএম কামরুজ্জামান আশিক জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টিয়ারা গ্রামে পল্লী বিদ্যুতের লাইন ছিড়ে যায়। দুপুরে রিপন ক্ষতিগ্রস্ত বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংস্কার কাজ করছিল। এ সময় সে আকস্মিকভাবে খুঁটি থেকে নীচে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com