এনবি প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় মাওলানা সাদপন্থীদের ইজতেমা সহ মার্কাসের যাবতীয় কার্যক্রম বন্ধ ও টঙ্গী ময়দান এবং জেলা মার্কাসে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মাদরাসার শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে তৌহিদী জনতার ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষার্থীরা এই মানববন্ধন পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা আব্দুর রহমান কাসেমী, জেলা হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মুফতি এনামুল হাসান, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শিক্ষক মাওলানা ফরহাদ, মাওলানা বোরহান উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামকে নিয়ে আগেও ইহুদী, বিধর্মী ও শিয়ারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে। সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। বর্তমান সময়ের ফেতনাবাজ সাদ ও তার অনুসারীদের মুখোশ আজ সারা পৃথিবীতে উন্মোচিত হয়েছে। বক্তারা বলেন, মাওলানা সাদপন্থীরা পথভ্রষ্ট, ইসলামের দুশমন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়াসহ কোথাও তাবলিগের নামে কোনো কার্যক্রম এবং ইজতেমা করতে দেয়া হবেনা।