Advertisement

১১ সেপ্টেম্বর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, প্রস্তুতি শেষ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫১১।

স্টাফ রিপোর্টার:

আগামী ১১ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শতবছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও তিতাসের বুকভরা ঢেউ আর প্রাণভরা উচ্ছাসে উৎসবমূখর পরিবেশে বাইচ অনুষ্ঠানের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি প্রায় শেষের দিকে।

১১ সেপ্টেম্বর দুপুর ১ টায় তিতাস নদীর শিমরাইল কান্দি পয়েন্ট থেকে মেড্ডা সরকারি শিশু পরিবার পয়েন্ট পর্যন্ত প্রতিযোগিতার সীমা নির্ধারণ করা হয়েছে। বাইচে ব্রাহ্মণবাড়িয়াসহ পাশ^বর্তী জেলা থেকেও নৌক নিয়ে বিভিন্ন দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

জেলা প্রশাসন সূত্র জানায়, বাইচে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলা থেকে ৫টি, আশুগঞ্জ থেকে ১টি, হবিগঞ্জ থেকে ৫টি ও কিশোরগঞ্জের নিকলী থেকে ১টি করে মোট ১২ টি দল অংশগ্রহন করবে।

দুপুরে শিমরাইল কান্দি গাঁওগ্রাম পয়েন্টে নৌকা বাইচের উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন জানান, নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। এজন্য নিরাপত্ত ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা সকলের সমন্বয়ে একটি সুন্দর ও উৎসবমূখর নৌকা বাইচ প্রতিযোগিতা সকলকে উপহার দিব বলে আশাবাদী।

প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারীকে ১ লাখ টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৬০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে হি ৩০ হাজার টাকা দেয়া হবে। এছাড়াও অংশগ্রহনকারী প্রতিটি নৌকার দলকেই ২০ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে।

এদিকে বাইচকে ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উচ্ছাস বিরাজ করছে। বঙ্গালির চিরায়ত সংস্কৃতির এই প্রতিযোগিতা উপভোগ করতে তারা মূখিয়ে আছে।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com