স্টাফ রিপোর্টার:
৫ আগষ্ট শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী উদ্যাপন, ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদ্যাপন এবং ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রুহুল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দূস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ।
সভায় শেখ কামাল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালনে নানা কর্মসূচী গ্রহন করার পাশাপাশি জাতীয় শোক দিবস পালনেও বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। শোক দিবস পালনে ১৫ আগস্ট সকালে শোক র্যালী, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।