Advertisement

প্রাচীন খাল উদ্ধারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৪০৭।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া-লালপুর সড়কের দুপাশে ভরাট হওয়া প্রাচীন খাল উদ্ধারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার সকালে ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের সামনে ভাটপাড়া জাগ্রত যুব সংগঠনের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এতে গ্রামের জনপ্রতিনিধি, স্থানীয় সূধীজনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাফেজ কামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, নদী ও প্রাণ-প্রকৃতি সুরক্ষা সামাজিক সংগঠন (নোঙর) ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ, ইউপি সদস্য ইকবাল হোসেন, রুবেল ভুইয়া, ভাটপাড়া জাগ্রত যুব সংগঠনের কার্যকরী সদস্য শাকিল আহমেদ প্রমূখ।

বক্তারা বলেন, সময়ের আবর্তে কিছু মহল নানা কৌশলে ব্রাহ্মণবাড়িয়া-লালপুর সড়কের দুপাশে থাকা প্রাচীন খালটির বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করে বাড়ি ঘর নির্মাণ ও ভরাট করে ফেলেছে। এতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতাসহ জমি সেচে দুর্ভোগ পোহাতে হচ্ছে। খালগুলো উদ্ধারে বহু চেষ্টা করা হলেও অদৃশ্য কারণে তা সম্ভব হচ্ছেনা।

তাই সরকারের কাছে দাবী দ্রæত খালগুলো উদ্ধার করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবসহ জীব-বৈচিত্র রক্ষায় সংশ্লিষ্টরা তৎপর হবেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com