Advertisement

অগ্নিকান্ডে ও ভ‚মিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ফায়ার সার্ভিসের মহড়া

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫০১।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নি দূর্ঘটনা ও ভ‚মিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে জনসচেতনা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

‘মুজিব বর্ষের প্রতিশ্রæতি সেবা, ত্যাগ ও অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সুলতানপুর লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজ চত্বরে এই মহড়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠিত মহড়ায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। অনুষ্ঠানে লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (অতিরক্তি দায়িত্ব) আব্দুস ছামাদ, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওমর ফারুক।

মহড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি দূর্ঘটনা ও ভ‚মিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি রোধকল্পে করণীয় বিষয়ে মহড়া প্রদর্শন করেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় ব্যক্তিবর্গ মহড়াটি উপভোগ করেন।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com