স্টাফ রিপোর্টার:
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার মাধ্যমে গণতান্ত্রিক মনোভাব গড়ে তোলার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১১শ প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন চলছে। উৎসবমূখর পরিবেশে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহন শুরু হয়।
নির্বাচনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই পোলিং ও প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থী ভোটাররা দুপুর ১টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের নির্বাচিত করবেন। স্টুডেন্ট কাউন্সিলে ৭টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে নির্বাচনের পরিবেশ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা। এ সময় তিনি আদর্শ কেজি সরকারী প্রাথমিক বিদ্যালয়স বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে কাউন্সিলের কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মুখলেছুর রহমান, মোঃ ইউসুফ শামীম, ইউআরসি ইন্সট্রাক্টর জিন্নাত বেগমসহ স্বস্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষাক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।