স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ায় মানবিক মূল্যবোধ অবক্ষয় রোধ ও দেশপ্রেমে জাগ্রহ হতে শিক্ষার্থীদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ মে) দুপুরে জেলা শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজন করা হয় ।
আলোচনা সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান, কলেজের উপাধ্যক্ষ জসিম উদ্দিন বেপারী, প্রভাষক পঙ্কজ কুমার দেব, সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া শাখার সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ আশিক প্রমুখ।
শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। প্রায় ২৩০ জন শিক্ষার্থী মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ নিয়েছে। পরে তারা মোবাইল ফোনে আসক্তি, মাদক ও বাল্য বিবাহকে লাল কার্ড প্রদর্শন করেন।
উল্লেখ্য,টিফিনের টাকা বাঁচিয়ে এ পর্যন্ত ১৩শত ৬৭টি বিদ্যালয়ে সচেতন করেছে সংগঠনটি।