স্টাফ রিপোর্টার:
সাম্প্রাজ্যবাদ, পুঁজিবাদ, স্বরতন্ত্র ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের পৌরমুক্ত মঞ্চে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
জেলা জাতীয় শ্রমিক ফেডারেশন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কমরেড নজরুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতি লাল বনিক, জেলা সাম্যবাদি দলের সভাপতি শাহনুর ইসলাম, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পাঠান, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহসভাপতি শামসুল আলম, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাসেম ছোটন, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফিরোজ পাটোয়ারী, জেলা ছাত্র মৈত্রী’র সভাপতি ফাহিম মুনতাসির প্রমূখ।
সমাবেশ পরিচালনা করেন জেলা যুব মৈত্রী’র সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ।
এ সময় বক্তারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে শ্রমিক শ্রেণীর মানুষ অর্ধাহারে দিন কাটাচ্ছে। বাজারের সব কিছুর মূল্য ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় মানুষকে চরম কষ্ট করতে হচ্ছে। বক্তারা দ্রুত বাজার নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান জানান।
এর আগে ১৮৮৬ সালে হে মার্কেটে আত্মদানকারী শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়।