Advertisement

কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

NewsBrahmanbaria

এই আর্টিকেল টি ৫২৯।

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়ায় আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ২ হাজার ৭শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লোকমান হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার, সদর উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা, কৃষি সম্প্রসারণ অফিসার সালমা সুলতানা প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঞা বলেন, সদর উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ/১ ২০২২/২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে ২ হাজার ৭ শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধান বীজ ও সার দেয়া হয়েছে। প্রতি কৃষককে ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি আউশ ধান বীজ দেয়া হয়।

Advertisement

Sorry, no post hare.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com