স্টাফ রিপোর্টার:
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা স্বাস্থা বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহিদ ডাঃ মিলন সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠিানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ আবু সাঈদ।
এতে জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোজাম্মেল হোসেন রেজা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাহমুদল হাসান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, সুস্বাস্থ্য নিশ্চিতের পূর্বশর্ত হলো সুস্থ পরিবেশ গড়ে তোলা। নানা অসচেতনতার কারণে ক্রমশই জলবায়ূর পরিবর্তন ঘটছে। এতে পরিবেশের বিরুপ প্রভাব জনস্বাস্থ্যের উপরেও পরিলক্ষিত হচ্ছে। তাই সকলকে স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিতে একযোগে সচেতন ভূমিকা পালন করতে হবে।