এনবি প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদরের কোড্ডা এলাকায় বুধবার সকালে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার প্রিয়াস মিয়া, অন্তর রহমান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোড্ডা এলাকায় অবস্থান ভারত সীমান্ত থেকে আসা একটি পিকআপে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় প্রিয়াস মিয়া ও অন্তর রহমানকে আটক করা হয়।